
গুঞ্জন উঠেছে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে আগস্ট মাসে কলকাতায় যাবেন শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আগামী মাসেই মিটিং হওয়ার কথা তার। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। এর আগেও এসকে মুভিজ প্রযোজিত ছবিতে দর্শক মাতিয়েছিলেন শাকিব। ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ওপার বাংলাতেও সমান জনপ্রিয় এই নায়ক। আর প্রিয়তমার পরে তো এখণ বাতাস পুরোটাই তার দিকে বইছে! অবশ্য এবার কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব তা এখনও ঠিক হয়নি।
শোনা যাচ্ছে, গল্প নিয়ে আলোচনার করার জন্যই কলকাতায় যাবেন বাংলার কিং খান।