রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। আগামী শনিবার (২২জুলাই) বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০জুলাই) যুবদল সুলতান সালাহ উদ্দিন টুকু সমাবেশের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুখের সঙ্গে দেখা করেন। ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার পর তিনি সমাবেশের অনুমতি পাওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ জুলাই তারুণ্যের সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে।
সুলতান সালাহউদ্দিন বলেন, ‘তারুণ্যের সমাবেশ’ দেশ বাঁচানোর জন্য বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি। প্রশাসন এই কর্মসূচি সফল করতে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে ডিএমপি কমিশনারের অফিসে যান।