২০২২ সালের জুনে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। ১৩ মাস পর অবস্থানের পরিবর্তন হলো আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে।
দীর্ঘদিন পর সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। জুলাইয়ে হালনাগাদ করা ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। ফিফার সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৮৯তম।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অবশ্য কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স ও তিনে ব্রাজিল।