বৃহস্পতিবার (২০জুলাই) ভোরে ইরাকের বাগদাদে সুইডিশ দূতাবাসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুইডেনে আবারও পবিত্র কোরআন পোড়ানোর ‘পরিকল্পনার খবরে’ প্রতিবাদকারীরা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত সুইডিশ দূতাবাসের দেয়াল টপকে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুক্তাদা সদরের সমর্থকরা দূতাবাসের সামনে নিজেদের পতাকা উত্তোলন ও প্ল্যাকার্ড প্রদর্শন করছে। কয়েক ডজন লোক দেয়ালের ওপর দিয়ে উঠে ভবনের সামনের দরজা ভাঙার চেষ্টা করছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, ‘এ ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’
অপরদিকে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের দূতাবাসের কর্মীরা নিরাপদে আছেন। অন্যদিকে, ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের অনুসারীরা আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে বৃহস্পতিবার (২০জুলাই) বিক্ষোভের ডাক দেন।