আগামী ৩০জুলাই রোববার মাঠ পর্যায়ের নেতা ও দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বিশেষ বর্ধিত সভা আয়োজিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সূত্র থেকে জানা যায়, ৩০জুলাই সকাল সাড়ে দশটায় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ২০জুলাই আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলটির জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সভায় দলটির উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন। এ ছাড়া দলীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের উপস্থিত থাকার কথা রয়েছে।