
দক্ষিণ ইউক্রেনের শহর বন্দরগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী টানা তৃতীয় রাতের হামলা চালায়। এই হামলায় এবার ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনে অবস্থিত চীনের এক কনস্যুলেট ভবন।
বৃহস্পতিবার(২০জুলাই) রাতে রুশ বাহিনী ইউক্রেনের উপর এ বিমান হামলা চালায়। এ হামলায় বৃহস্পতিবার রাতে ইউক্রেনে অন্তত তিনজন নিহত হয়েছে এবং চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অ্যাখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওডেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনও ক্ষতির চিহ্ন নেই।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই চীন রাশিয়ার পক্ষে ছিলো।তবে রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি রুশ-মিত্র বেইজিং।