ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীরসহ পাঁচজনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রপ্তানির নামে সোনালী ব্যাংকের ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় ব্যাংকটির সাবেক এমডি হুমায়ুন কবীরসহ নয়জনের বিরুদ্ধে আদালতে ২০১৪ সালের ২২ মে অভিযোগপত্র জমা দেয় দুদক। আর আদালত ২০১৫ সালের ৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে ঋণ জালিয়াতির আরও চারটি মামলায় হুমায়ুন কবীরসহ নয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
আসামিদের মধ্যে মাইনুল হক, সফিজ উদ্দিন ও কামরুল কারাগারে আছেন। বাকিরা পলাতক।