বৃহস্পতিবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। আজ শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর করা হবে।
দেশে প্রথমবারের মতো স্বর্ণের ভরির দাম ১ লাখ টাকা ছাড়াল। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে দাম দাঁড়াল ১ লাখ ৭৭৭ টাকা। বাংলাদেশে এর আগে কখনোই স্বর্ণের এত দাম হয়নি। এতদিন এ মানের স্বর্ণের ভরি কেনা গেছে ৯৮ হাজার ৪৪৪ টাকায়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।