চার দিন পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল কয়লাভত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন শুরু হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির কিছু যান্ত্রিক ত্রুটির কারণে চারদিন বন্ধ ছিলো।
গত রোববার (১৬জুলাই) টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। অবশেষে বিদ্যুৎশক্তি উৎপাদনের ঘুর্নমান যন্ত্র টারবাইন মেরামত শেষ করে উৎপাদনে ফিরেছে বিদ্যুৎকেন্দ্রটি।
ভারতীয় প্রতিষ্ঠান ভারত হেভি ইনেকট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা টারবাইন ত্রুটি মেরামতের কাজ শুরু করেন বলে জানায় বিআইএফপিসিএল ব্যাবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের কয়লার ফায়ার করা হয়। দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এরপরপরই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd