দক্ষিণ আফ্রিকায় আগামী মাসে অনুষ্ঠিত হবে ব্রিকসের শীর্ষ সম্মেলন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এই সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন না।
পুতিনের আগমন নিয়ে দক্ষিণ আফ্রিকা নানারকম কূটনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছিল। কেননা, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসন ও যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নিয়মানুযায়ী, আইসিসির সদস্য দেশগুলো ভ্রমনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা যেতে পারে। এদিকে দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য। পুতিনকে গ্রেপ্তার করার চেষ্টা হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সমান। এর আগে এমন সাবধান বার্তাই দিয়েছেন রামাফোসা।
বুধবার (১৯জুলাই) এক বিবৃতিতে মেগওয়ানিয়া বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকবেন না। সম্মেলনে পুতিনের পরিবর্তে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার মধ্যে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
মেগওয়ানিয়া জানান,পুতিন ব্যতীত ব্রিকসের অন্যান্য দেশের সরকার প্রধানরা জোহানেসবার্গের সম্মেলনে যোগ দেবেন ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd