বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৪ টায় বগুড়া জেলার সোনাতলা উপজেলার গোপাই শাহবাজপুরে জুমারবাড়ী সড়কে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ করা হয়।বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস, আই আবির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ঐ সাদা রংয়ের প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেট কারের ডান দরজায় পাশে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬টি প্যাকেটে মোড়ানা ১৪ কেজি গাজা উদ্ধার করা হয়। চালকের আসনে থাকা বিপ্লব মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাটের সাজু মিয়ার পুত্র। আসামীর বিপ্লব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd