মা ভাট পরিবারের মেয়ে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বাবা কাপুর পরিবারের ছেলে, হালের সেনসেশান রণবীর কাপুর। তাহলে তাদের মেয়ে বড় হয়ে কি হবে? অভিনেত্রী?
উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ভাট কন্যা বলে উঠলেন, মেয়ে রাহা কাপুরকে দেখলে মনে হয় সে বড় হয়ে বিজ্ঞানী হবে।
বর্তমানে নিজের মুক্তিপ্রাপ্ত মুভি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন আলিয়া। সিনেমার প্রচারণায় তাঁকে এখন যেতে হচ্ছে এদিক সেদিক। অপরদিকে রণবীর ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’ নিয়ে।
গত বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন আলিয়া-রণবীর জুটি। গত বছরই ৬ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান রাহা। মিডিয়া পাড়া থেকে একদমই দূরে রাখেন তারা সন্তান রাহা কে। সচরাচর কন্যাকে কে নিয়ে তেমন কোনও আলোচনাও তারা দর্শকের সামনে করেন না। তবে মা আলিয়া শুটিং এ গেলে মেয়েকে অত্যন্ত মিস করেন, এমনটা সবসময়ই জানান দেন তিনি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd