কয়েকমাস আগের উঠা গুঞ্জনই এবার সত্যি হলো। কলকাতার সনামধন্য পরিচালক সৃজিত মুখার্জির সিনেমায় দেখা মিলবে জয়া আহসানের। সৃজিতের পরবর্তী সিনেমা 'দশম অবতার' এ অভিনয় করবেন জয়া।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে এক ফ্রেমে টলিউডের বিখ্যাত সব তারকাদের ছবি সামাজিক পাতায় প্রকাশ পায়। জয়া ছাড়াও ওই ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেকে।
জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেছেন।
কলকাতার এক সংবাদ মাধ্যমে সৃজিত বলেন, জয়ার অভিনয় দক্ষতা ও শেষ কয়েক বছরের পারফরমেন্স দেখে তিনি তাঁকে কাস্ট করেছেন। তাছাড়া জয়াকে কাস্ট করার অন্যতম প্রধান কারন হলো জয়া যথেষ্ট সময় দিতে পারছেন।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমাতে আগে শুভশ্রী গাঙ্গুলীর থাকার কথা ছিল। কিন্তু তিনি গর্ভবতী হওয়ার কারণে তার জায়গায় এই সিনেমাতে জয়াকে নেওয়া হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd