
৩১ জুলাই এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট হবে।
ছয় বছর পর সাধারণ ভোটাররা দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছেন। যদিও তা আংশিক । অধিকাংশ পদে সমঝোতার ভিত্তিতে পরিচালক নির্বাচন করা হবে ।এফবিসিসিআই এ সর্বশেষ ভোট হয় ২০১৭ সালে যদিও তা আংশিক ছিল। এবারও ২০১৭ সালের মতো আংশিক ভোট হবে ।
টিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড গত বুধবার(১৯ জুলাই) রাতে এফবিসিসিআইয়ের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ১৯ জুলাই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চেম্বার গ্রুপের ছয় প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করায় ২৩ পরিচালক পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী আছে যার ফলে ভোটের প্রয়োজন হবে না।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩ পদের বিপরীতে ৪৯ প্রার্থী থাকায় সেখানে ভোট হবে।ভোটারসংখ্যা চেম্বার গ্রুপে ৪৬৯ ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১ হাজার ৯৯০।
ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে এবারের এফবিসিসিআইয়ের নির্বাচনে দুটি প্যানেল রয়েছে। ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ।