ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনা–৪ আসনে নৌকার প্রার্থী ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৬৮১ বার পড়া হয়েছে

ছবিঃ সাবেক সচিব সাজ্জাদুল হাসান

গতকাল শুক্রবার (২১ জুলাই)আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। বিষয়টি নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল সন্ধ্যার পর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপনির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের জন্য গণভবনে সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের দলের প্রার্থী ঘোষণার কথা সাংবাদিকদের জানান।

রাজনীতিক না করেও একজন সাবেক আমলাকে কেন মনোনয়ন দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল।কে ব্যবসায়ী, কে আমলা সেটি বিবেচ্য নয়, আমাদের দল করেন কি না, তাঁর জনপ্রিয়তা আছে কি না, সেটিই বিষয়।’
গত ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে।

নেত্রকোনা–৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৯ জন দলীয় ফরম কিনেছিলেন। পরবর্তীতে সাজ্জাদুল হাসানকে দলের মনোনয়ন দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস) ছিলেন সাজ্জাদুল হাসান । পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব হয়েছিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা–৪ আসনে নৌকার প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

গতকাল শুক্রবার (২১ জুলাই)আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। বিষয়টি নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল সন্ধ্যার পর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপনির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের জন্য গণভবনে সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের দলের প্রার্থী ঘোষণার কথা সাংবাদিকদের জানান।

রাজনীতিক না করেও একজন সাবেক আমলাকে কেন মনোনয়ন দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল।কে ব্যবসায়ী, কে আমলা সেটি বিবেচ্য নয়, আমাদের দল করেন কি না, তাঁর জনপ্রিয়তা আছে কি না, সেটিই বিষয়।’
গত ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে।

নেত্রকোনা–৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৯ জন দলীয় ফরম কিনেছিলেন। পরবর্তীতে সাজ্জাদুল হাসানকে দলের মনোনয়ন দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস) ছিলেন সাজ্জাদুল হাসান । পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব হয়েছিলেন।