
হলিউড তারকা জনি ডেপ ও তার সাবেক প্রেমিকা অ্যাম্বার হার্ডের দাম্পত্য জীবনে বেশ কলহ দেখা গিয়েছিলো। এবার তাদের দাম্পত্য কলহ দেখা যাবে পর্দায়।
বাস্তব ঘটনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ডকুমেন্টারি। ‘ডেপ ভার্সেস হার্ড’ নামে ডকুমেন্টারি সিরিজটি নির্মিত হবে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স সিরিজটি মুক্তির তারিখ ঘোষনা করেছে। হলিউডের এই সবচেয়ে আলোচিত ঘটনায় নির্মিত নতুন এই তথ্যচিত্রের পরিচালক ও নির্বাহী প্রযোজক এমা কুপার।
‘ডেপ ভার্সেস হার্ড’ দর্শকদের জনি ও অ্যাম্বারের মধ্যে চলা আদালতের মামলার সেই যাত্রায় নিয়ে যাবে এবং দুই তারকার মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধগুলো অন্বেষণ করবে। বিশ্বে বিচার সম্প্রচারের প্রভাবের ওপর একটি বিশেষ ফোকাসসহ চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কাভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার প্রভাবের দিকে নজর দেওয়া হবে এই তথ্যচিত্রে। ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটি ২০২৩ সালের ১৬ আগস্ট মুক্তি পাবে বলে জানা গেছে।