মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন। আজ শনিবার (২২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।এরমাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে দেশটির নৌবাহিনী।
লিসা ফ্রানচেত্তি ষষ্ঠ মার্কিন নৌবহর ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিমানবাহী রণতরীর স্ট্রাইক কমান্ডার হিসেবেও কাজ করেছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নারী হিসেবে চার তারকা অ্যাডমিরাল পদমর্যাদাও অর্জন করেছিলেন তিনি।
তবে বাইডেন মনোনয়ন দেওয়ার পরও লিসা ফ্রানচেত্তিকে মার্কিন সিনেটের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। যদি তিনি সিনেট থেকে অনুমোদন পেয়ে যান তাহলে তিনিই হবেন মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান।
লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘ফ্রানচেত্তি একজন কমিশন্ড অফিসার এবং সঙ্গে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে আমাদের দেশের সেবায় আটাশ বছরে পা দেবেন।’
তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন। যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে তিনি প্রথম নারী নৌবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফ অফ স্টাফ হিসেবে ইতিহাসে নাম লেখাবেন।