ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন করতে বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক।তাছাড়া বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক প্রসার লাভ করবে। এ জন্য ব্যাংকটি ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সভাও করেছে।
এসবার ব্যাংক জানিয়েছে, রাশিয়ান ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা ।
এক প্রতিবেদন সংস্থা রয়টার্স জানিয়েছে, এসবার ব্যাংক বাংলাদেশে শাখা খোলার বিষয়ে ঢাকায় এসেছেন দুইবার। ব্যাংকটি দুই দফায় আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে। ব্যাংকটির নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতলি পোপভ বলেছেন, বাংলাদেশী কোম্পানির সঙ্গে ব্যবসা করা রাশিয়ান গ্রাহকদের অনুরোধে ঢাকায় ব্যাংকিং সেবা চালুর শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এর প্রভবে গত জুনে ইউরোপের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে এসবার ব্যাংক। ফলে নতুন বাণিজ্যক্ষেত্র উন্মোচনে রাশিয়া এখন এশিয়ায় তাদের ব্যবসায়িক অংশীদার খুঁজছে। এরই অংশ হিসেবে এসবার ব্যাংক ভারত ও বাংলাদেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিচ্ছে। এসবার ব্যাংকের সঙ্গে বৈঠকে , বাংলাদেশে বিদেশী ব্যাংকের শাখা খুলতে যেসব প্রয়োজন তার একটি তালিকা ও শর্ত জানানো হয়েছে। খুব দ্রুতই ব্যাংকটির শাখা খোলার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।