সাগরে ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ২৩শে জুলাই রাত থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছেন বরগুনার তালতলী উপজেলার জেলেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০শে মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাগরে সবধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিনে সরকারের পক্ষ থেকে দেয়া অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ। সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েন। ধারদেনা করে দিন কেটেছে তাদের।
তালতলীর জেলেপল্লীগুলো ঘুরে দেখা যায়, জেলেরা সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। খুব ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে অনেকেই এখন বরফ নেয়ার জন্য ট্রলার নিয়ে খালে অপেক্ষা করছেন। কেউ ট্রলার মেরামত শেষে এখন রঙের কাজ করছেন, আবার কেউ জাল বুনছেন, কেউ ট্রলারে জাল, কন্টেইনার ও গ্রাফিসহ মালামাল উঠাচ্ছেন। সব মিলিয়ে জেলেদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd