ঝালকাঠির সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে
পুকুরে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বাসটিতে পঞ্চাশ থেকে সত্তর জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনায় বিশ থেকে পঁচিশ জন যাত্রী আহত হয়েছে।
নিহতদের মরদেহ নিকটস্থ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৪টি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।
এখনো হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd