ইশতিয়াক হোসেন (১২) ও সজীব হোসেন (১২) মামাতো বোনের বিয়েতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরের সাতবাড়িয়া মহল্লায় পদ্মা নদীতে নেমে তারা নিখোঁজ হয়। এর পর থেকে দুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের লোকজন শুক্রবার সারাদিন উদ্ধার অভিযান চালিয়েছে কিন্তু শিশু দুটির কোনো খোঁজ মিলেনি। সন্ধ্যা সাতটার দিকে অভিযান সাময়িক স্থগিত করা হয়।
আজ শনিবার ২২ জুলাই সকাল ছয়টা থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস দল। বিয়েবাড়িতে আর কোনো আনন্দ নেই। সবাই দুই শিশুর জন্য চিন্তা করছেন। বরযাত্রীরা খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মেয়ে নিয়ে চলে গেছে। ইসতিয়াকের মা সীমা বেগম বলেন, কনের বাবা আশরাফ আলী তাঁর মামাতো ভাই। বিয়ের দাওয়াত পেয়ে তিনি ছেলেকে নিয়ে বৃহস্পতিবারেই এসেছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, গতকাল ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে ১১টার দিকে। তাঁরা খবর পেয়েছেন ১১টা ৪০ মিনিটের দিকে। সঙ্গে সঙ্গে সদর দপ্তরের দুটি ডুবুরি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাতটায় অভিযান স্থগিত করে আজ সকাল ছয়টা থেকে আবার উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুজন ডুবুরি পানির নিচে নেমেছেন। লাশ ভেসে উঠতে পারে, এই জন্য অন্যরা নৌকা নিয়ে অভিযান চালাচ্ছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd