খবর লেখায় সাংবাদিকদের সহায়তা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস আনতে চায় মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল।যে টুল নানা কাজে সাংবাদিকদের সহায়তা করবে বলে দাবি মার্কিন প্রযুক্তি কোম্পানিটির।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গুগল সাংবাদিকদের জন্য এআই টুলস নিয়ে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমসের প্রকাশকদের সঙ্গে আলোচনা করছে।
গুগলের মুখপাত্র সূত্রে জানা যায়, এই এআই টুলস সাংবাদিকদের হেডলাইন ও বিভিন্ন রকম খবর তৈরিতে সহায়তা করবে। তবে এই প্রস্তাবনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এআই টুলস সাংবাদিকদের সহায়তা করবে। তবে সাংবাদিকদের অত্যাবশকীয় কাজ যেমন- রিপোর্টিং, নিউজ তৈরি ও ফ্যাক্ট চেকের মতো কাজ করতে পারবে না।
বিশ্বের বিভিন্ন সেক্টরে এআইর ব্যবহার দিন দিন বাড়ছে। তবে সংবাদমাধ্যম এর ব্যবহার তেমন ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের এআই টুলসের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।এমনকি বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে গত বুধবার(১৯ জুলাই) বাংলাদেশে প্রথমবারের মতো এআই দিয়ে খবর পড়িয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 'চ্যানেল ২৪'।
সূত্র: রয়টার্স
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd