
চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি ভারতে তাদের কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিল, দেশটির কেন্দ্রীয় সরকার তা সরাসরি বাতিল করে দিয়েছে। ইকোনমিক টাইমসের সূত্রে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সই জানিয়েছিল, চীনের বিওয়াইডি কোম্পানি হায়দরাবাদভিত্তিক মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে যৌথভাবে একটি কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এবার ইকোনমিক টাইমসের সূত্রে জানা গেলো, ভারতের কেন্দ্রীয় সরকার পর্যালোচনা করে সেই প্রস্তাব বাতিল করেছে।