ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হিরো আলমের ওপর হামলার তদন্তের দায়িত্ব ডিবির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ১৬৫৯ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর ব্যাপক হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হিরো আলম থানায় মামলা দায়ের করেন। এবার মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২২জুলাই) মামলাটি বনানী থানা থেকে ডিবি গুলশান বিভাগে স্থানান্তর করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার রিফাত হোসেন শামীম। ওই মামলায় গ্রেপ্তার ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা মানিক গাজী, আল আমিন ও মাসুদ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাঁচজন ছাড়া অন্যরা শুরু থেকেই কারাগারে আটক আছেন। তিনি আরও জানান, সরকার যতদ্রুত সম্ভব হিরো আলমের ওপর হওয়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। গত ১৭ জুলাই উপনির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করতে গেলে হিরো আলমের ওপর হামলা হয়। ভিডিও ফুটেজ ও ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজে দেখা যায় নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে রাস্তায় ফেলে পেটান। পরের দিন ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিরো আলমের ওপর হামলার তদন্তের দায়িত্ব ডিবির

আপডেট সময় : ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর ব্যাপক হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হিরো আলম থানায় মামলা দায়ের করেন। এবার মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২২জুলাই) মামলাটি বনানী থানা থেকে ডিবি গুলশান বিভাগে স্থানান্তর করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার রিফাত হোসেন শামীম। ওই মামলায় গ্রেপ্তার ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা মানিক গাজী, আল আমিন ও মাসুদ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাঁচজন ছাড়া অন্যরা শুরু থেকেই কারাগারে আটক আছেন। তিনি আরও জানান, সরকার যতদ্রুত সম্ভব হিরো আলমের ওপর হওয়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। গত ১৭ জুলাই উপনির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করতে গেলে হিরো আলমের ওপর হামলা হয়। ভিডিও ফুটেজ ও ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজে দেখা যায় নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে রাস্তায় ফেলে পেটান। পরের দিন ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন।