নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার কারনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে ইসরায়েলে।
আলজাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবারও (২২ জুলাই) রাস্তায় নেমে লাখ লাখ মানুষ বিক্ষোভ করে। গণমানুষের সেই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির সাবেক শতাধিক নিরাপত্তাপ্রধান। এদিন তেল আবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহর দখলে নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি যেন দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
রোববার ও সোমবার বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে চূড়ান্ত ভোট হওয়ার কথা ইসরায়েলি পার্লামেন্টে। সেখানে বিল পাস হলেই কমে আসবে সুপ্রিম কোর্টের ক্ষমতা। যে কোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্টসহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
গত ২৯ সপ্তাহ ধরেই দেশের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বিচার বিভাগের সংস্কারের নামে নেতানিয়াহু আসলে আদালতের স্বাধীনতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দেশটির বাসিন্দারা। বলছেন, প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে নির্বাচিত সরকার বিচারক নিয়োগে প্রভাব বিস্তার করতে পারবে, ক্ষমতা বাড়বে পার্লামেন্টের। একই সঙ্গে নির্বাহী বিভাগের ওপর সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হয়ে পড়বে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd