বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।যা ১০৫ একর জমি নিয়ে গড়ে ওঠবে। বঙ্গবন্ধু ফিল্ম সিটির উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।এখানে থাকবে চলচ্চিত্রের শিল্পীদের শুটিংয়ের আধুনিক সুযোগ-সুবিধা,আন্তর্জাতিক মানের শুটিং স্পট,যন্ত্রপাতি ও স্টুডিও।এখানে থাকবে হেলিপ্যাড, রিসোর্ট, উন্নতমানের পিকনিক স্পট, ফুলের বাগানসহ মনোরম পরিবেশ ।
এর মাধ্যমে উন্নতমানের চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হবে।সূত্র জানিয়েছে, সরকারের নিজস্ব অর্থায়নে ৩৮৭ কোটি ৯১ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
সূত্রমতে আরো জানা যায়, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে তার কিছু অংশ গাজীপুরের কালিয়াকৈরে এই ফিল্ম সিটিতে শুটিং করা হতে পারে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হবে বলে আশা করা যায়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd