নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের কান্দারবাড়ি বিশমপুর গ্রামে। ঘর পরিস্কারের সময় আলমারি সরাতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
কৈলাটি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, ইউনিয়নের কান্দারবাড়ি বিশমপুর গ্রামে রবিবার দুপুরে নিজেদের ঘর রঙ করার কাজ করছিলেন সাইয়েদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আফসানা আক্তার (২৬)। এসময় আলমারি সরাতে যান দুজনই। কিন্তু বিদ্যুৎ এর তারে লেগে আলমারি বিদ্যুতায়িত হয়ে থাকায় ধরার সাথে সাথেই দুজন মাটিতে লুটিয়ে পড়েন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd