বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ার এবং প্রতিপক্ষ বাংলাদেশ দলকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করে সমালোচিত ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর।
এমন আচরণের জন্য শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রিত। তবে নিষেধাজ্ঞা নয়। বিসিবির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ভারতীয় অধিনায়কের ৭৫ শতাংশ ম্যাচ ফি কাটা গেছে এবং তার বিপক্ষে চারটি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে।
আউট হয়ে ব্যাট দিয়ে উইকেট ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে হারমানপ্রিতকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হবে। আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ার ও প্রতিপক্ষ বাংলাদেশ নারী দলকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তার ম্যাচ ফির আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। আর তিনটি ডিমেরিট পয়েন্ট জমা পড়বে।
রোববার সকালে টিম হোটেলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার এ শাস্তি দিয়েছেন। যা আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি আকারে আসবে মিডিয়ায়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd