ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ক্লাস্টার বোমা হামলায় একজন রুশ সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরোও তিন রুশ সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেনীয় বাহিনীর ছোড়া ক্লাস্টার বোমার আঘাতে রুশ সাংবাদিক হতাহত হয়েছেন। আহত হওয়ার পর সাংবাদিকের সরিয়ে নেয়া হচ্ছিল, এর মধ্যে একজনের মৃত্যু ঘটে। নিহত সাংবাদিক, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’তে কাজ করতেন। তার নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ।
মন্ত্রণালয় জানিয়েছে, অন্য তিন সাংবাদিকদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল। সব ধরনের সমালোচনা ও বিতর্ক উপেক্ষা করে গত সপ্তাহে ইউক্রেনে নিষিদ্ধ ক্লাস্টার বোমা পাঠায় যুক্তরাষ্ট্র। এসব বোমা এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। শনিবার (২২ জুলাই) রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদের গভর্নর ভিচেস্ল্যাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম বার্তায় বলেন, শুক্রবার বেলগরোদের ঝুরাভলেভকা গ্রামে ইউক্রেনীয় সেনারা ২১টি গোলাবর্ষণ এবং বিভিন্ন রকেট লঞ্চার থেকে ৩টি ক্লাস্টার বোমা ছুড়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd