সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে আবারও লাইমলাইটে চলে এসেছেন করণ। সিনেমা মুক্তির বাকি মাত্র কয়েক দিন। তার আগেই রণবীর-আলিয়ার সিনেমায় কাঁচি চালাল ভারতীয় সেন্সর বোর্ড। গত বুধবার সেন্সর ছাড়পত্র পেলেও কেটে ফেলা হয়েছে সিনেমার একাধিক দৃশ্য ও সংলাপ। ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে বিতর্কে সমালোচিত হয়েছিল বলেই সেন্সর বোর্ড এবার সতর্ক।
তবে তাতে খুব একটা সমস্যা হচ্ছে না। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির আগেই সিনেমার বাজেটের অর্থ প্রায় উঠে এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ১৭৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনই আয় করে ফেলেছে ১৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকার বেশি। এ ছাড়া টিভি স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। অন্যদিকে সিনেমার গানের স্বত্ব ৩০ কোটি রুপিতে কিনে নিয়েছে সারেগামা। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। এতে করে অনুমান করা যায়, বক্স অফিসে ভালো করবে সিনেমাটি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd