দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস। দেশটির রোডস দ্বীপের পর এবার নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে কর্ফু দ্বীপে। গ্রিসের উত্তর-পশ্চিমে আইওনিয়ান সাগরে অবস্থিত কর্ফু দ্বীপ। এরই মধ্যে সেখানে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গ্রিসের জরুরি যোগাযোগ পরিষেবা কর্ফুর বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ আদেশ জারি করে। দ্বীপের সান্তা, মেগৌলা, পোর্টা, পালিয়া, পেরিথিয়া এবং সিনিস এলাকার লোকজনকে সরে যেতে বলা হয়েছে। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে জানা গেছে যে, ওই এলাকার বাসিন্দাদের সমুদ্রপথে সরিয়ে নিতে নৌকা পাঠানো হয়েছে।
এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রোডস আইল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৯ হাজার মানুষকে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীক দ্বীপের কেন্দ্রস্থল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায়, অনেক পর্যটক তাদের হোটেল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
গ্রিসের অনেক জায়গায় প্রায় এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। সারাদেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সোমবার গ্রিসে সরকারি ছুটি ছিল। তবে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছুটি বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে, যা সে দেশের ৫০ বছরের গরমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে। কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীরা তাদের লড়াই চালিয়ে যাচ্ছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd