রাজধানীতে রিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার টেকনিক্যাল এলাকা এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি রিকশা উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছে, রিকশা ভাড়া করে পরে সে রিকশা নিয়েই কৌশলে পালিয়ে যেত এই চোর চক্র। গ্রেফতার তিনজন হলেন, ফরিদ হোসেন (৩৫), আলফাজ (২৮) এবং মোহাম্মদ হোসেন (৪০)।
গ্রেফতার হওয়া তিনজনই ঢাকার রিকশা ছিনতাই চক্রের সদস্য। ফরিদ এই চক্রের মূলহোতা। সে নিজেও রিকশা চালক ছিল। পাঁচ বছর আগে প্রথম রিকশা ছিনতাই করে সে। পরে নিজেই গ্রুপ করে ছিনতাই করা শুরু করে সে।
ছিনতাইয়ের সুবিধার্থে তারা একটি মোটরসাইকেলও কিনে। এই মোটরসাইকেল চড়ে তারা টার্গেট ঠিক করে। অপেক্ষাকৃত বয়স্ক লোকদেরই তারা টার্গেট করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ পর্যন্ত শতাধিক রিকশা চুরির কথা স্বীকার করেছে ফরিদ। তার বিরুদ্ধে এ সংক্রান্ত বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd