নিজের প্রথম মৌসুমে সৌদি আরবের ফুটবলে আশানরূপ কিছু দেখাতে পারেন নি ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিটাও এখন পর্যন্ত খুব একটা ভালো যায়নি পর্তুগিজ তারকার। তবে রোনালদো ২০২৩-২৪ মৌসুম নিয়ে বেশ আশাবাদী। আগামী মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।
আল নাসরের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন রোনালদো। একটি ম্যাচেও গোল পাননি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক ফরোয়ার্ড। তাঁর দলও ওই দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। তারপরেও ভালো কিছুর আশা করছেন রোনালদো। সম্ভাব্য সব শিরোপা জেতা এত সহজ ব্যাপার নয় এটা তিনি খুব ভালো করেই জানেন। তবু একটি ভালো মোউসুমের প্রত্যাশায় রয়েছেন এই তারকা ফুটবলার।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd