প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ৭:৫৭ পি.এম
অসহায় রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সাড়ে ৭ কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‘অসহায় রোগী সেবা তহবিল’ এ ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। অনুদানটি চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বুধবার (২৬ জুলাই) অনুদানের চেক হস্তান্তর করেছেন।
অনুদানের চেক গ্রহন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন । এর আগে একই তহবিলে ২০২২ সালে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান প্রদান করেন। সবমিলিয়ে গত দুই বছরে ‘অসহায় রোগী সেবা তহবিল’ এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য অসহায় রোগী সেবা তহবিল’ পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে যে সকল চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তা হলো- হার্টের রক্তনালীতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভাল্ব প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ। এ তহবিল হতে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে। হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd