মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ডাব্লিওটিও উইং) এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বিসিএসের ৩০ তম ব্যাচের কর্মকর্তা। এদিকে এই বিসিএস কর্মকর্তা ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মঙ্গলবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী গনমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম। সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd