প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ৫:০৫ পি.এম
শিক্ষকদের বাড়ি ফিরে যেতে বললেন- শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার (২৭ তারিখ) ঢাকায় বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় শিক্ষকদের নিরাপত্তার জন্য এ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের আজই (২৬ জুলাই) এলাকায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষকরা ঢাকায় থাকলে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন বলে জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি অবশ্যই বলছি, আজকেই তারা যেন ফিরে যান। আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এর পরও যদি তাদের কোনো চাওয়া থাকে, তাহলে পরে অবশ্যই (আন্দোলনে) আসতে পারেন।’
বুধবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজনৈতিক কর্মসূচির কারণে শিক্ষকদের নিয়ে শঙ্কা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, যেখানেই বিরোধী দল কর্মসূচি করছে সেখানেই অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে।
আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন?’ ১৬ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিটিএর আয়োজনে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd