ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ ভেনেটোর বেশ কয়েকটি গ্রাম শহরে তুমুল শিলাবৃষ্টিতে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে মাটিতে পড়া শিলাগুলো আকারে প্রায় টেনিস বলের সমান।
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকার তথ্য অনুযায়ী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেটোর অজস্র বাড়িঘরের জানালা, গাড়ির কাঁচ এবং গাছাপালা শিলার আঘাতে বিপর্যস্ত হয়েছে। ঝড়ের সময়ে ভেনেটোর কোনো কোনো এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটারে পৌঁছেছিল।
যারা আহত হয়েছেন, তাদের একটি বড় অংশই ঝড়ের সময় গাড়িতে বা খোলা জায়গায় ছিলেন বলে জানিয়েছে লা রিপাবলিকা।
প্রসঙ্গত, চলতি জুলাইয়ের শুরু থেকেই আবহাওয়াগত নানা দুর্যোগে শিকার হচ্ছে ইতালির বিভিন্ন অঞ্চল। একদিকে গত প্রায় দু’সপ্তাহ ধরে টানা তাপপ্রবাহ-দাবানলে পুড়ছে ইতালির মধ্য ও দক্ষিণাঞ্চল, অন্যদিকে উত্তরাঞ্চলে ঘন ঘন দেখা দিচ্ছে ঝড়-টর্নেডোর মতো দুর্যোগ। দীর্ঘ তাপদাহের কারণে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
ইতালির বেসামরিক সুরক্ষামন্ত্রী নেল্লো মুসুমেকি বিবিসিকে বলেন, ‘ইতালির এক অংশ দাবানলে পুড়ছে, অপর অংশে নিয়মিত হচ্ছে ঝড়-টর্নেডো। গত কয়েক দশকের মধ্যে এমন জটিল আবহাওয়াগত বিপর্যয় আমরা দেখিনি।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd