বিএনপির মহা-সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সারিবদ্ধভাবে রাখা ৯টি ট্রাকে মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চের আশপাশের এলাকা বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুত করতে দেখা গেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে মঞ্চ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঞ্চের সামনের সব ধরনের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সারিবদ্ধভাবে মাইক সাজানো রয়েছে। একই সঙ্গে চলছে মাইকের সংযোগ পরীক্ষা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, শুক্রবার কয়েক লাখ লোকের সমাগমে ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হবে। জনগণ তাদের অধিকার আদায়ের আন্দোলনে দলে দলে একত্রিত হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd