এক দফা বাস্তবায়ন করতে রাজধানীতে আজ বিএনপির মহাসমাবেশ।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক দফা দাবি ঘোষনা করেছে বিরোধী দল। আজ দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। নেতাকর্মীদের মিছিল-স্লোগানে নয়াপল্টন এলাকা উত্তাল হয়ে উঠছে।
বিএনপি কার্যালয়ের সামনে শুক্রবার ২৮ জুলাই এই দৃশ্য পরিলক্ষিত হয়।
নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’ ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আমাদের দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ। এই স্বৈরাচারের পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরব না। যত দিন পর্যন্ত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা ক্ষমতা না ছাড়বেন, আমাদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকবে। স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হোসেন বলেন, সরকার চাচ্ছে জোর করে কোনোরকম একটা নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় বসতে। এই সুযোগ আর বাংলাদেশের মানুষ দেবে না। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এক দফা আন্দোলন চলবেই।
বৃহস্পতিবার ২৭ জুলাই নয়াপল্টনে বিএনপিকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মহাসমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ডিএমপির ইতিবাচক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd