চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। সবে পাঁচ মাস হয়েছে দাম্পত্যজীবনের। এই পাঁচ মাসে ছবি প্রচারের সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। যদিও সেটি ছিল নিতান্তই গুজব। তবে মা হতে চান কিয়ারা, এর পেছনে রয়েছে অভিনব এক কারণ।
শনিবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, সিদ্ধার্থ এবং কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। এই ছবির সাফল্য উদ্যাপন করতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।
এর মধ্যেই ফিরে ফিরে আসছে অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি মা হতে চান। শুধু খাওয়ার জন্য। আসলে চেহারা ও যৌবন ধরে রাখতে খাওয়াদাওয়ার বিধিনিষেধ মানতেই হয় তারকাদের। নিয়মের একটু এদিক-ওদিক হলেও ওজন বৃদ্ধির চিন্তা। চিনি থেকে নুন, সবকিছুতেই কড়াকড়ি।
অভিনেত্রী আরও বলেন, আমি মা হতে চাই এই কারণে যে, যেমন ইচ্ছা খাবার খেতে পারব সেই সময়। পাশপাশি অভিনেত্রী জানান, ছেলেমেয়ে নিয়ে কোনো বিশেষ বাছবিচার নেই তার। শুধু চান সুস্থ সন্তান।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd