আগামী অক্টোবরের শেষ সপ্তাহের আগে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন সিইসি।
সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে তা হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।
সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে তা নিয়ে এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ‘অনুমাননির্ভর’ কথা বলায় বিভ্রান্তি দেখা দেয়। একইদিনে একাধিক গণমাধ্যমে একাধিক মাসে তফসিল ঘোষণা হতে পারে বলে উল্লেখ করেন সিইসি। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়।
এই অবস্থার মধ্যে তফসিল আসলেই কবে ঘোষণা হবে তা পরিষ্কার করলেন সিইসি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd