রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে আফ্রিকা ও চীনের সঙ্গে এবার যুক্ত হচ্ছে সৌদি আরব।
আগামী মাসে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসবে সৌদি আরব। এই বৈঠকে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে আমন্ত্রন জানাবে সৌদি আরব এবং সাথে থাকবে ভারত ও ব্রাজিলও। গতকাল শনিবার ২৯ জুলাই ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। জানা গেছে, আগস্টের ৫ অথবা ৬ তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে। ৩০টি দেশের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠকে বসবে সৌদি আরব। এবার ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব আশা করছে এ বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ফিরে আসবে। কিন্তু এই বৈঠক থেকে রাশিয়াকে বাদ দিয়েছে সৌদি আরব।
ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে তখনই শান্তি আলোচনা সম্ভব যদি তারা নতুন বাস্তবতা মেনে নেয়। তবে কিয়েভ বলছে রাশিয়া তাদের সেনা প্রত্যাহার করে নিলে শান্তি আলোচনা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, যাদেরকে আহ্বান জানানো হয়েছে তাদের মধ্যে কারা এতে অংশ নিবে তা এখনও স্পষ্ট নয়। যদিও জুনে কোপেনহেগেনে এ ধরনের একটি আলোচনা হয়। তারপরও বিশ্ব নেতারা পুনরায় আলোচনা করতে সম্মত হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd