সরকার পতনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলো এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার চলমান এক দফা আন্দোলনে সমর্থন জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেছেন, নির্যাতন ও দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনভাবে বাঁচতে হলে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। আজ
রোববার ৩০ জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতারা এক সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে তারা এক দফা আন্দোলনের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সমাবেশকে 'অবস্থান কর্মসূচি' বলে আখ্যা দেওয়া হয়। তবে শুধু সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের (নুরুল-রাশেদপন্থী) কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ‘সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছে।’ বক্তব্যে তিনি বলেন, ছাত্রসমাজসহ দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। ‘এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিএনপি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা বলতে চাই, এসব দাবি আদায়ের চলমান আন্দোলনে অতীতের মতো ছাত্রসমাজ ভূমিকা রাখতে চায়।’ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘দেশের সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। এ সরকারের পদত্যাগে ৩৭টি বিরোধী দলের চলমান এক দফা আন্দোলনের প্রতি ছাত্রসমাজের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি।’
সমাবেশ শেষ হলে মিছিল নিয়ে শাহবাগ হয়ে চলে যান তারা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd