নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
আজ সোমবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রহিম নেওয়াজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার পণ্ডিত গ্রামের বাসিন্দা। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান শাহিন বলেন, সকাল ৬টার দিকে সদর উপজেলার পণ্ডিত গ্রামের নিজ বাড়ি থেকে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। পথে স্টেশন বাজার এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ২০/২৫ টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে রহিম নে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd