বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের আবার নতুন দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে ৭৩ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো।
আগামী ২০ সেপ্টেম্বর আদালত নতুন দিন ধার্য করেছে। আজ সোমবার ৩১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিলো। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারে নি। তাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুনদিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। এই টাকা পরবর্তীতে ফিলিপাইনে পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd