স্নাতক ডিগ্রি অর্জন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। গতকাল ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নেন তিনি। সেখান থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আর একথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই জানিয়েছেন।
তমা তার এই ডিগ্রি অর্জনের নাম দিয়েছেন ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’। ক্যাপশনে লিখেছেন ‘তুমি যদি স্বপ্ন দেখ, তবে তুমি এটা করতে পারবে। সব গ্র্যাজুয়েটকে অভিনন্দন।’
নিজেকে ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’ উল্লেখ করে ‘সুড়ঙ্গ’খ্যাত এই অভিনেত্রী নিজ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন তার বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি।
এদিকে, গেল ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে বেশ জনপ্রিয়টা পায় সিনেমাটি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd