ইউক্রেনের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৬৯ জন।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার অন্যতম লক্ষ্য জেলেনস্কির শহর ক্রিভি রিহ। গত ১১ জুন শহরটিতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত ও ২৮ জন আহত হয়। সোমবার ৩১ জুলাই আবারও এই শহরটিতে হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক জোড়া ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ও একটি বিশ্ববিদ্যালয় ভবনে আঘাত হানে। এতে ভবন দুটি বিধ্বস্ত হয়।
জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি নয়তলা আবাসিক ভবনের পাশে ফাঁকা গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। আরেকটি চারতলা ভবন মাটিতে প্রায় মিশে গেছে। শহরের মেয়র আলেক্সান্ডার ভিলকুল বলেন, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু ও তার ৪৫ বছর বয়সী মা রয়েছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd