আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কা ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এটা আমরা প্রমাণ করেছি।
বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া ছেলেকে নিয়ে দুই হাতে টাকা পয়সা লুটাপট করেছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।
তিনি বলেন, মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে। স্বচ্ছ ব্যালট বাক্স করে দিয়েছে। মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। কারণ আমাদের দরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত সাড়ে ১৪ বছরে যুবকদের জন্য ২ কোটি ৩৫ লাখ কর্মসংস্থান করেছি। কাজের ব্যবস্থা করেছি। রাস্তাঘাটের যত উন্নতি সব আওয়ামী লীগ করে দিয়েছে। রংপুরকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের উন্নয়নের জন্য।
শেখ হাসিনা বলেন, ২৭টি প্রকল্প উদ্বোধন করেছি যাতে উন্নয়ন ত্বরান্বিত হয়। আমি জানি না একসাথে এতোগুলো প্রকল্পের উদ্বোধন কেউ করেছে কি-না। এই ২৭টি প্রকল্প আপনাদের উপহার হিসেবে দিয়ে গেলাম।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd