নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শিবপুরের সৈয়দনগরের ফিডার রোডসংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত তিনজন হলেন ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। অটোরিকশায় তাঁরা তিনজনই ছিলেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত কোনো যানবাহন অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে। অটোরিকশার চালক নাসিরউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, তাঁদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে ফাঁড়ির সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও চালকের লাশ উদ্ধার করেন। এদিকে আবার ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু খায়ের হাসপাতালে গিয়ে নিহত শাহিন হোসেন ও জজ মিয়ার লাশ উদ্ধার করেন।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু খায়ের জানান, নিহত তিনজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তাঁদের স্বজনেরা এসে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd