তামান্না ভাটিয়ার নাচে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। মুক্তি প্রতিক্ষীত জেলার সিনেমায় ‘কাভালা’ শিরোনামের গানে অভিনেত্রীর কোমর দুলানোয় কুপোকাত নেটদুনিয়া। এমনকি এই ছবির নায়ক সুপারস্টার রজনীকান্তকে গানের দৃশ্যে তামান্নার সাথে নাচতে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণি নির্মাতা নেলসন।
"কাভালা" গানটি প্রকাশ্যে আসার পর থেকে এই দুই তারকার বয়সের ব্যাপক সমালোচনা চলছে নেটমাধ্যমে। রজনীকান্ত ৭২ বছরের প্রবীণ, অন্যদিকে তামান্নার বয়স ৩৩। দুজনের মধ্যে বয়সের ব্যবধান ৩৯ বছর! সম্প্রতি গানটির হিন্দি ভার্সনের প্রকাশনা অনুষ্ঠানেও বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন করা হয় তাকে। কিন্তু বয়সকে মোটেই পাত্তা দিচ্ছেন না এই তামিল সেনসেশন। ৬০ বছরেও এমনই মসলাদার গানের সাথে নাচতে চান তিনি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd